কঃ গ্রোঃ জোন, বিএডিসি পাবনা এর বিভিন্ন বীজ উৎপাদন স্কিম পরিদর্শন করেন বীজ প্রত্যয়ন অফিসার জনাব জাকিরুল ইসলাম। নিয়মিত পরিদর্শনের অংশ হিসাবে আমন ধান উৎপাদন মৌসুমের ব্রি ধান-৪৯, ব্রি ধান-৫৬ ও বিনাধান-৭ এর বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করেন। পরিদর্শনের সময় উৎস বীজের প্রমানক হিসাবে প্রত্যয়ন ট্যাগ যাচাই করেন। মৌজা ম্যাপ অনুযায়ী জমির অবস্থান সঠিক থাকায় সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনের সময় সংশ্লিষ্ট স্কিমের চুক্তিবদ্ধ কৃষক সহ সংশ্লিষ্ট স্কিমের উপ-সহকারি পরিচালক জনাব আবু ছাইম এবং সহকারি পরিচালক জনাম মাহমুদুল হাসান খান উপস্থিত ছিলেন। প্রতিটি স্কিম পরিদর্শন কালে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। উৎস বীজের ট্যাগ কার্ড, মৌজা ম্যাপ ঠিক না থাকলে কোন মাঠ প্রত্যয়ন প্রদান করা হবেনা বলে সতর্ক করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS