Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Visited by Seed Certificaton Officer, Pabna
Details

ব্যবিলন এগ্রো অ্যান্ড ডেইরি লিঃ এর  পাবনা জেলায় স্থাপিত বিভিন্ন বীজ উৎপাদন স্কিম পরিদর্শন করেন বীজ প্রত্যয়ন অফিসার জনাব জাকিরুল ইসলাম। নিয়মিত পরিদর্শনের অংশ হিসাবে আমন ধান উৎপাদন মৌসুমের ব্রি ধান-৩৩ ও বিনাধান-১৭ এর ভিত্তি বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করেন। । প্রতিটি স্কিম পরিদর্শন কালে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। পরিদর্শনের সময় মাঠ মান সন্তোষজনক না হওয়ায় পুনরায় মাঠ পরিদর্শনের কথা বলেন।  ভিত্তি বীজ উৎপাদন  মাঠে কোন ধরনের আগাছা বা বিজাত গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন।বীজ উৎপাদনের জন্য নির্ধারিত নিরাপদ দূরত্ব বজায় না রাখায়, কিছু জমি বাদ দিয়ে বীজ সংগ্রহ করার নির্দেশ প্রদান করেন। মাঠ সম্পূর্ণ রুপে পরিস্কার করে চূড়ান্ত পরিদর্শনের ব্যবস্থা না করলে মাঠ প্রত্যয়ন প্রদান করা হবেনা বলে সতর্ক করেন।

Images
Attachments
Publish Date
13/10/2019
Archieve Date
30/11/2019