Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Pulse and Oil Seed production Farm, BADC, Pabna Visited by Seed Certificaton Officer, Pabna
Details

ডাল ও তৈল বীজ উৎপাদন খামার ,বিএডিসি পাবনা এর আমন বীজ উৎপাদন খামারে বিনা ধান-৭ এর ভিত্তি বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করেন বীজ প্রত্যয়ন অফিসার জনাব জাকিরুল ইসলাম। মাঠ পরিদর্শনের সময় সাথে ছিলেন ডাল ও তৈল বীজ উৎপাদন খামার ,বিএডিসি পাবনা এর সম্মানিত উপ-পরিচালক মোঃ ফারুখ হোসেন মহোদয় এবং সংশ্লিষ্ট উপ-সহকারি পরিচালক জনাব আনিছুর রহমান। সুন্দর পরিচ্ছন্ন ও রোগ বালাই মুক্ত মাঠের  জন্য উপ-পরিচালক মহোদয় কে ধন্যবাদ জ্ঞাপন করেন।গুণগত মান সম্পন্ন বীজ উৎপাদনের জন্য রগিং বা বিজাত বাছাই কার্যক্রম চালু রাখার পরামর্শ দেন। 

Images
Attachments
Publish Date
24/09/2019
Archieve Date
20/11/2019